পাটকেলঘাটায় আওয়ামী নির্মান শ্রমিক ইউনিয়ন ও ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

পাটকেলঘাটা(সাতক্ষীরা) সংবাদদাতা:
ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে ও আর্ন্তজাতিক শ্রম দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় দিবসটি উপলক্ষ্যে সংগঠনের পক্ষথেকে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়কে র্যালি প্রদক্ষিণ করে। র্যালি শেষে অফিস চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলুর রহমান, সুজাউদ্দীন, আলফাজ হোসেন, হোচেন আলী, মানিক প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামী নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পাটকেলঘাটা বলফিল্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে একটি র্যালি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা