পাটকেলঘাটার নগরঘাটায় ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) পহেলা রমজানে তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউর আলম সুমনের পাঠানো ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাংবাদিক ও ছাত্রলীগ নেতা মো. জাবের হোসেন।

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গ্রামের অসহায় ও খেটে খাওয়া মানুষেরা ঘর থেকে বের হতে না পারায় গ্রামের ১০টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল ও সাবান।
মো. জাবের হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মানবিক কাজে দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের জনগনের পাশে ছিলো, আজও আছে। পরবর্তীতেও এরকম কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।