পাটকেলঘাটার খলিষখালীতে মুদি দোকানে আগুন লেগে ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২ | আপডেট: ১২:১৮:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মুদির দোকানের মালামাল পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে । বুধবার রাতে খলিষখালী ইউনিয়নের গাছাবাজারে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সাবেক ইউপি সদস্য পঙ্কজ রায় জানান, রাতে গাছা বাজারের বিশ্বনাথ সরকারের ছেলে সঞ্জয় সরকার দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত ৯টার সময় দোকানে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন খবর দেয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয় । আগ্নিকান্ডে দোকানের মালামাল, আসবাবপত্র পুড়ে প্রায় ২ লক্ষটাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীর দাবী। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও ব্যবসায়ীদেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন বলে জানা যায়। কিশোর কুমার/ডেক্স সংবাদটি ৫১৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী