তালা উপজেলা বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) এসএম তারেক সুলতান এর সভাপতিত্বে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক নাজমুল হক, তালা থানার পুলিশ পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খান, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন , অধ্যক্ষ ইনামুল ইসলাম, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম পরিষদের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
