তালায় ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি করলেন ইউএনও

মোঃ সাইদুজ্জামান শুভ :
আজ ১৭ ডিসেম্বর সকাল ১০:৩০ মিনিটে তালা উপজেলা পরিষদ চত্বরে ৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হোসেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সকল নারী পুরুষ শৃঙ্খলভাবে পেঁয়াজ সংগ্রহ করেন।
এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, তালা উপজেলা চত্বরে এখন থেকে এই দামে পেঁয়াজ বিক্রি করা হবে। আমাদের দেশ পেঁয়াজ আমদানি তে ১৪ তম, আমরা আশা করছি খুবই শীঘ্রই পেঁয়াজ এর দাম স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।
এখন থেকে তালায় এ পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যহত থাকবে বলে সাংবাদিক দের জানান তিনি।
সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক
