তালায় স্ট্রোকে আক্রান্ত গ্রাম পুলিশের স্ত্রীর জন্য সাহায্যের আবেদন প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ সংবাদদাতা, তালা(সাতক্ষীরা): তালা উপজেলার শিরাশুনি গ্রামের দুই সন্তানের জননী মনোয়ারা বেগম (৩৭) স্ট্রোকে আক্রান্ত হয়ে অর্থের অভাবে এখন বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। তার স্বামী গ্রাম পুলিশ জিয়াউল সরদার স্ত্রীর চিকিৎসার জন্য সকলের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। তালা উপজেলার তেতুলিয় ইউনিয়ানের শিরাশুনির গ্রামের হত দরিদ্র গ্রাম পুলিশ জিয়াউর সরদারের নুন আনতে পানতা ফুরায়। ১৫ দিন পূর্বে তার স্ত্রী মনোয়ার বেগমের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়। অর্থের অভাবে স্ত্রীকে বড় ডাক্তারের কাছে নিতে পারছে না জিয়া। জিয়াউর সরদার জানান সহায় সম্বল যা কিছু ছিল বিক্রি করে স্ত্রীর চিকিৎসা করেছি। বর্তমানে ডাক্তার বলেছে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করাতে। কিন্তু অর্থের অভাবে নিতে পারছে না। তাই তিনি বিভিন্ন জনের দারে দারে ভিক্ষা করে স্ত্রীর চিকিৎসার টাকার জোগাড় করছেন। তিনি স্ত্রীকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা জিয়াউর সরদারের তালা বাজার শাখার সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাব নং-২৮২০১০০০১৭৯২৮, বিকাশ নম্বর ০১৭২৮-২৪৩০২৬। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সাহায্যের আবেদন সংবাদটি ২৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব