তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ | আপডেট: ৭:৩৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: সাতক্ষীরা তালার অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কাজী নজরুল ইসলাম (পিরু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার (২২সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় ঢাকা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর । পারিবাবিরক সূত্রে জানাযায়, প্রায় ৬ মাস আগে তিনি মিনি স্ট্রোক করেন। এরপর তিনি নিউরোলজিষ্ট ডাঃ আব্দুল হালিম এর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। ৩ মাস চিকিৎসার পর আবারও মেরুদ-ের সমস্যায় ভুগছিলেন। পরে অপারেশনের জন্য তাকে ঢাকা মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। আপারেশনের সাত দিন পর রবিবার রাত সাড়ে ১১ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। মৃত্যুঅন্তে তিনি স্ত্রী ও চার ছেলে কাজী রাসেল, কাজী রোমেল, কাজী রোমান, কাজী তজনুর ইসলাম (এনি) ও দুই মেয়ে কাজী পলি, কাজী পলাসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। সোমবার তার নিজ উপজেলার তেঁতুলিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন হয়। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু সংবাদটি ২১৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত