তালায় সাংবাদিক মান্নান এর দাদার ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

ডেক্স রিপোর্ট:
দক্ষিণাঞ্চল নিউজ ক্লাবের সভাপতি, দৈনিক কালের চিত্র, রেডিও নলতা, ও সুন্দরবনটাইমস.কম এর তালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম এ মান্নান এর দাদা আক্কাজ আলী সরদার(৯৮) বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকাল ১১.৪০মিনিটের দিকে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়ান ইলাহি রাজিউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারনে ভুগছিলেন, মৃত্যুকালে তিনি দুই পুত্র সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন, তার মৃত্যুতে গভীর শোক ও শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাব, তালা রিপোর্টাস ক্লাব,দক্ষিণাঞ্চল নিউজ ক্লাব, পাটকেলঘাটা নিউজ ক্লাব, পাটকেলঘাটা প্রেসক্লাব, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাব, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আজ বিকাল সাড়ে ৪টার দিকে মরহুমের গ্রামের বাড়ি তালা উপজেলার আটারই গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ সময় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন,নাংলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বায়জিদ হোসেন, ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুন্দরবনটাইমস.কম/ডেক্স/