তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫ | আপডেট: ৯:১৫:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫ বক্তব্য রাখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাংসদ প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাংসদ প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ নতুন বছরের প্রথম দিনটি তালা উপজেলার বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় ও পথসভার মাধ্যমে অতিবাহিত করেন। তিনি তালা উপজেলার দারুল ইসলাম ট্রাস্ট ভবন নির্মানে শুভ উদ্বোধনের মাধ্যমে ২০২৫ সালের নতুন বছরের দিনটি শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, কর্ম পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, মাওলানা আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শুরা সদস্য মাওলানা রেজাউল করিম, অধ্যাপক ইয়াসিন আলী, অধ্যক্ষ আব্দুল হালিম প্রমুখ। এরপর সকাল ১০টায় জামায়াতে ইসলামীর তালা উপজেলার ছয়টি ইউনিয়নের মহিলা দায়ীত্বশীলাদের নিয়ে বার্ষিক ওরিয়েন্টেশন করেন। বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত পাটকেলঘাটা বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বিকাল সাড়ে ৪ টায় উপজেলার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলায় এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। নগরঘাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মেহেদী হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম। নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মন্ডল, সাবেক মেম্বর বাবু মনোরঞ্জন প্রমুখ। সন্ধ্যার পর মেল্লেকবাড়ী বাজারে আরেকটি পথ সভায় অংশগ্রহণ করেন তিনি। ইয়াসিন আলী সরদার/ডেক্স সংবাদটি ২৬৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব