ডুমুরিয়ায় সংকীর্ত্তনের উদ্বোধন করলেন ভারতীয় এ্যাসিসটেন্ট হাই কমিশনার

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১ | আপডেট: ১২:১১:অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

ডুমুরিয়ার সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানে ১৬ প্রহরব্যাপী তারকব্রক্ষ নাম সংকীর্ত্তন অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ উদ্বোধন করেন এ্যাসিসটেন্ট হাই কমিশন অফ ইন্ডিয়া(খুলনা) রাজেশ কুমার রায়না।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্টি, হিন্দু কল্যান ট্রাষ্ট সাংবাদিক বাবু শ্যামল সরকার, প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ শ্রী শ্রী রাধামাধব মন্দির, ইসকন(খুলনা) গৌড়েশ্বর নিমাই দাস ব্রক্ষচারী।

সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি জয়দেব আঢ্য, অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দেব।

সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহাশ্মশানের সার্বজনীন ভক্তবৃন্দের উদ্যোগে ১৬ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। ৪দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান চলবে।


আপনার মতামত লিখুন :

গাজী আব্দুল কুদ্দুস। নিজস্ব প্রতিবেদক। চুকনগর, খুলনা