ডুমুরিয়ায় বহুল আলোচিত রুবেল হত্যা মামলার মূত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২১ | আপডেট: ৯:৩৯:অপরাহ্ণ, মে ১৫, ২০২১ ডুমুরিয়ায় বহুল আলোচিত রুবেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ বাচ্চু শেখ (৩২) আটককে করেছে পুলিশ। ১৪ মে শুক্রবার ডুমুরিয়া থানার এসআই রজত কুমার মন্ডল, এএসআই মোঃ সিরাজুল ইসলাম ও এএসআই আঃ করিম চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি দল হরিনটানা থানার অর্ন্তগত কৈয়া বাজারের বস্তি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। বিষয়টি ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান নিশ্চিত করেছেন। পুলিশ সুত্রে জানা যায়,১৪ই মে শুক্রবার কৈয়া বাজার বস্তি এলাকা থেকে ডুমুরিয়ার বহুল আলোচিত রুবেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের জয়খালী গ্রামের মোঃ ফজর আলী শেখের পুত্র পলাতক আসামী মোঃ বাচ্চু শেখ (৩২)কে আটক করা হয়। শনিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সংবাদটি ২৪০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়