ডুমুরিয়ায় ইসলাম বিরোধী কমেন্ট করায় যুবক আটক। প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২১ | আপডেট: ৮:৫১:অপরাহ্ণ, জুন ১৮, ২০২১ খুলনার ডুমুরিয়ায় ফেসবুক আইডিতে ইসলাম বিরোধী কমেন্ট করায় এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছে যুবক। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, গত দুইদিন আগে অচেনা এক ফেসবুক আইডিতে একটা পোষ্টে ইসলাম বিরোধী কমেন্ট করে ডুমুরিয়া উপজেলার শোভনা পূর্বপাড়া রাহা বাড়ি গ্রামের মধু রাহা (২০) নামে এক যুবক। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এসময় স্থানীয় সর্ব সাধারণ মধুর উপর ক্ষিপ্ত হয়ে তার বাড়ি চতুরদিক থেকে ঘিরা করে রাখে। বাড়ি থেকে বের হওয়া মাত্রই ইসলাম বিরোধী কথা বলার কারণে মধুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করে। এসময় উত্তেজিত জনতা তোপের মুখে পড়ে তার পরিবার। এসময় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করতে থাকে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমানকে বিষয়টি অবহিত করেন। সাথে সাথে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থলে এসে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মধুকে আটক করে থানায় নিয়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রয়ে আসে। পরে ভবিষ্যতে এমন অন্যায় কাজ বা ইসলাম বিরোধী কোন ধরণের মন্তব্য কোনদিন করবে না এই মর্মে লিখিতভাবে মুচলেকা দিলে পুলিশ প্রথম বারের মত তাকে ক্ষমা করে ছেড়ে দেয়। সংবাদটি ৩০২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়