ডুমরিয়ায় বাল্যবিবাহ দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ | আপডেট: ১:১২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ ডুমুরিয়া বড় বাজারের পাশে মৃত বক্স গাজীর পুত্র জনাব মোঃ হাফিজুর গাজী(৩২) তার ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাল্যবিবাহ দিয়েছেন মর্মে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পাওয়া যায়। অতঃপর অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইন’২০১৭ এর ৮ ধারা এবং দণ্ডবিধি’ ১৮৬০ এর ১৮৭ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০/- অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব দাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ডুমুরিয়া থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। সংবাদটি ৪৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়