জামায়াত-শিবিরের উদ্যোগে পাটকেলঘাটায় রাস্তা সংস্কার প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪ | আপডেট: ১:৩৬:অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৪ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার করে দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নগরঘাটা ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা ওই রাস্তাটির সংস্কার করেন। তালা উপজেলা জামায়াত সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া মন্দির সংলগ্ন রাস্তাটি ভেঙে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি জামায়াতে ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা সবাই মিলে পুকুরের পাশে বালুর বস্তা দিয়ে ভরাট করে রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন। নগরঘাটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মেহেদী হাসান বলেন, অনেক দিন যাবৎ রাস্তাটি ভেঙে পুকুরে চলে গেলে এলাকার লোকজন চলাচল করতে পারত না। জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নজরে এলে সবাই মিলে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। ইয়াছীন আলী/ডেক্স সংবাদটি ১৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী