গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫ | আপডেট: ৭:০৭:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। শুক্রবার (২১ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ইসলাম ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন। প্রধান অতিথি বক্তব্যে সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন, ”যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক ঘুমন্ত ও সেহেরীরত ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। তিনি আরও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্ব মানবতাই আজ ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। এটা বিশ্বমানবতার ওপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে। ওআইসি সহ বিশ্ব মুসলিম নেতাদের, ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। উক্ত বিক্ষোভ মিছিল আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর সেক্রেটারি খোরশেদ আলম, সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আবু তালেব ও আনিছুর রহমান, সাতক্ষীরা শহর শাখার অফিস সম্পাদক নূরুন্নবী, অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। অপর দিকে হামলার প্রতিবাদে জেলার পাটকেলঘাটা থানা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় মুসল্লীরা। জুম্মা নামাজ শেষে পাটকেলঘাটা বলফিল্ড থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পাঁচ রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী মীর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদরাসার শিক্ষক মাওলানা রেজাউল করীম, পাটকেলঘাটা সিদ্দীকিয়া কওমিয়া মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মুনিরুল হক, বিশিষ্ট ওয়ায়েজিন মাওলানা ইউসুফ আল আজাদী, ছাত্রনেতা আব্দুল্লাহ, পাটকেলঘাটা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মইনুদ্দিন বুখারী প্রমূখ। এসজি/ডেক্স সংবাদটি ১১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত সাতক্ষীরায় মৎস্যঘেরের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার