কলারোয়া সরকারি কলেজে মুজিব শতবর্ষ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ | আপডেট: ১:৪১:অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়া সরকারি কলেজে মুজিব শতবর্ষ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১মার্চ) দিনভর কলেজ ক্যাম্পাস ও মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাস ছাড়িয়ে গোটা মাঠ অপরূপ সাজে সজ্জিত করা হয়। ব্যতিক্রম ও ভিন্নধর্মী বর্ণাঢ্য আয়োজনে সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

দুপুরে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। সেসময় তিনি শান্তির প্রতীক পায়রা, বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভসূচনা করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক নূর ইসলাম, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক অহিদুল আলম মন্টু, সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, অনুষ্ঠান কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম আনায়ারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক ও ইংরেজি বিভাগের প্রভাষক এটিএম মঞ্জুরুল আজাদ। বিভিন্ন ইভেন্টের ক্রীড়া, গান ও অন্যান্য সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন কোমলমতি শিক্ষার্থীরা।

বিকেলে মুজিব বর্ষ আভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। এদিকে, সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও কাজিরহাট কলেজের প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্নার একমাত্র পুত্র আহম্মেদ ইমতিয়াজ করিম উচ্ছ্বাস।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক