স্বামীর সংসার ফিরে পেতে এক গৃহবধু ১৩মাসের শিশু সন্তানকে নিয়ে দারে দারে ঘুরছে

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৮:১৩:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

ডেক্স রিপোর্ট:
জেলার তালা উপজেলার খলিষখালীতে স্বামীর সংসার ও সম্পত্তি ফিরে পেতে ১৩ মাসের শিশু (তনিয়া খাতুন তুলিকে) নিয়ে সুরাইয়া বেগম নামে এক গৃহ বধু দারে দারে ঘুরছে। ঘটনাটি তালা উপজেলার হাজরাপাড়া গ্রামে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এদিকে ওই গৃহ বধু তার স্বামীর বাড়িতে বিতাড়িত হয়ে বিচারের দাবিতে পথে পথে ঘুরলেও কেউ এগিয়ে আসেনি। অবশেষে তার শেষ ঠিকানা তার পিত্রালয়। গত কাল ঐ গৃহবধু সাংবাদিকদের সামনে তার জীবনের কাহিনী বর্ণনা করতে যেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন।

তিনি সংবাদিকদের কাছে দাবি করেন এবং বলেন তার স্বামী উপজেলার হাজরাপাড়া গ্রামের শওকাত আলি মোড়ল তার প্রথম স্ত্রী আকলিমা বেগম গত ৫বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৭টি কন্যা সন্তান রেখে মারা যান। তার ১ বছর পরে শওকাত মোড়ল ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের হালিম বিশ্বাসের কন্যা সুরাইয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের প্রায় দেড় বছরের মাথায় তার অরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। সম্প্রতি সুরাইয়া বেগমের স্বামী শওকাত মোড়ল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই সুযোগে শওকাত মোড়লে প্রথম পক্ষের মেয়েরা ষড়যন্ত্র করে তার দ্বিতীয় স্ত্রী সুরাইয়া বেগম কে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই সুযোগে প্রথম পক্ষের কন্যারা তার বাবা কে কৌশলে তাদের বাড়িতে নিয়ে সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার পায়তারা করছে বলে সুরাইয়া বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।

এ দিকে সুরাইয়া বেগম তার স্বামীর সংসার ও সম্পত্তি থেকে যাতে বঞ্চিত না হয় সে ব্যাপারে সাংবাদিকদের কাছে লেখনির মাধ্যমে সুরাইয়া বেগম তার স্বামীর সংসার ও সম্পত্তি যাতে ফিরে পায় এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক