সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ৩, ২০২১ | আপডেট: ৯:৪৪:অপরাহ্ণ, মে ৩, ২০২১

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (৩ মে) সকালে সুন্দরবনের তেরকাটি নামক স্থান থেকে নিষিদ্ধ জাল ও বিষের বোতলসহ তাদের আটক করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন,সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের মৌখালী গ্রামের রাশিদুলের ছেলে ইসমাইল হোসেন (২৪) ও ইস্রাফিল (২২) এবং একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে হুসাইন (২২।

স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ আরও জানান,সকালে সুন্দরবনের তেরকাটি এলাকায় অভিযান চালিয়ে বিষের বোতল, নিষিদ্ধ জাল ও বিষ দিয়ে শিকারকৃত মাছসহ তাদের আটক করা হয়। বন আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স