সুনাম সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০ | আপডেট: ৭:৪১:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
সুনাম সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা কমিটির সভা।

উন্নয়ন সংগঠন শারি ও স্বদেশ সংস্থার সহযেগীতায় জেলা ও সদর উপজেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। রবিবার(১৮ অক্টোবর) সভায় সভাপতিত্ব করেন, জেলা কমিটির সভাপতি এড. সোমনাথ ব্যানর্জি ও সদর উপজেলা কমিটির সভাপতি দেবজ্যোতি ঘোষ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

দুই পর্বের সভায় জেলা ও উপজেলা কমিটির ২২জন সদস্য উপস্থিত ছিলেন।অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত, এড. নাজমুন্নাহার ঝুমুর, পৌর কাউন্সিলর অনিমা রানী, রেহেনা পারভিন, রঘুনাথ খাঁ, কুমুদ রঞ্জন গাইন,ইমরান হোসেন, শোভন সরদার,রাশেদ সরোয়ার তাহমিনা ইসলাম, শারি সংস্থার প্রকল্প সমন্বয়ক বিষ্ণু পদ দাশ ও এভেকেসি অফিসার শান্তনু দাশ।

আলোচনা সভায় জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষত: শিশু হৃদয় মন্ডল হত্যা, তালার বিউটি মন্ডল আত্মহত্যা, পাটকেলঘাটার টুম্পা সাহা আত্মহত্যা, আশাশুনি ও কালিগঞ্জের ধর্ষনজনিত ঘটনা, কলেজ ছাত্রীর শ্লিলতাহানি মামলা সহ কলারোয়ার একই পরিবারের ২টি শিশু সহ স্বামী-স্ত্রী হত্যা বিষয়ে আলোচনান্তে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে লবি মিটিং শেষে সুনামের জেলাব্যপী কার্যক্রমের উল্লেখ করে স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহন করেন জেলা মহিলা অধিদপ্তরের কর্মসুচি কর্মকর্তা ফাতেমা জোহরা।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স