সাতক্ষীরা জেলা হতে খুলনা বিভাগীয় কর্মশালায় ডাক পেলেন ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০ | আপডেট: ৮:৫৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা):
সাতক্ষীরা জেলার ইউনিয়ন পর্যায়ে ২০১০ সালে কাজের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিবেচিত হন তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান। এবারও সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে সরুলিয়া ইউপির চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান আগামী ১১ই ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগের আর্থিক সহযোগিতায় খুলনা বিভাগ হতে ১০ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমন্বয়ে অফিস পরিচালনা ও প্রকল্প বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করবেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

একই সাথে খুলনা বিভাগ হতে ১০ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ১০ জন উপজেলা নির্বাহী অফিসার এ কর্মশালায় অংশ নেবেন। গত ৩রা জানুয়ারী স্থানীয় সরকার শাখা খুলনা বিভাগের এক আদেশে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে আগামী ১১ফেব্রুয়ারী সকাল ৯টা হতে দিনব্যাপী ফকিরহাট ও বাগেরহাট এর সস্মেলন কক্ষে অফিস পরিচালনা ও প্রকল্প শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি ২০০৯ সালে বাংলাদেশ জনসংখ্যা নীতির উপর ও এলজিএসপি এলআইসি কাজের মূল্যায়নে জেলার শেষ্ঠ চেয়ারম্যান হিসাবে বিবেচিত হয়েছিলেন।

ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি ও সরুলিয়ার ইউপি হতে চার বার নির্বাচিত চেয়ারম্যান। তিনি বলেন, কপোতাক্ষ নদের ধারে নিচু জায়গা ভরাট করে ২০১৭ সালের ১লা অক্টোবর ততকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহীউদ্দীন জাক-জমকপূর্ণ পরিবেশে নীলিমা ইকো পার্ক উদ্বোধন করেন। পার্কটি বর্তমানে জনসাধারনের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন এলাকা থেকে জনসাধারন পার্কটি দেখার জন্য ছুটে আসে। তিনি আরো বলেন, কপোতাক্ষ নদের দু’ধারে প্রায় ১২হাজার তাল বীজ ও ৪হাজার ৫শ নারিকেল গাজ সহ বিভিন্ন প্রজাতির সবুজ বনায়নে সুসজ্জিত করা হয়েছে। তিনি পার্কটিকে পূর্নাঙ্গ পার্কে রূপদানে সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক