সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মে ১৬, ২০২০ | আপডেট: ১১:০২:অপরাহ্ণ, মে ১৬, ২০২০ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উক্ত খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, মাহফুজা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, আসাদুজ্জামান সেলিম, মহিতুর রহমান প্রমুখ। এ সময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৪০০ গ্রাম সেমাই, লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম ও তেল ৫০০ গ্রাম বিতরন করা হয়। করোনা ভাইরাসত্রাণ বিতরণ সংবাদটি পড়া হয়েছে ৪০৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ সাতক্ষীরায় রং মিস্ত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে দূর্বত্তরা