সাতক্ষীরায় সরকারি অফিসে ঢুকতে করোনার টিকা সনদ বাধ্যতামূলক

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২ | আপডেট: ৬:২১:অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সাতটি উপজেলা পরিষদের কার্যালয়ে প্রবেশের জন্য করোনার টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এদিকে সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে করোনার টিকা সনদ যাচাই করেছেন নিরাপত্তাকর্মীরা ।

 

বুধবার (২৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সাতক্ষীরা সাত উপজেলা থেকে বিভিন্ন জরুরি কাজে আসা জন সাধারন ডিসি অফিসের গেলে নিরাপত্তাকর্মীরা যাদের টিকা সনদ নেই তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

 

সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে করোনার ১৯ টিকা সনদ পরিহিত অবস্থায় অফিসে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অফিসে প্রবেশের ক্ষেত্রে সবার মাস্ক পরা ও টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।

 

জেলা প্রশাসক আরও জানান, মসজিদে প্রবেশের ক্ষেত্রে মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। জেলার সাতটি উপজেলায় একই কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স