সাতক্ষীরায় মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ যুবক নিহত প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১ | আপডেট: ৬:৪১:অপরাহ্ণ, জুন ৩০, ২০২১ সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন যুবক নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পুস্পকাটি গ্রামের জাহাঙ্গীরের ছেলে মামুন হোসেন (১৭), আফছার আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯),মফিজুলের ছেলে সজিব হোসেন (১৯)। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, উপজেলার পারুলিয়া বাসস্টান্ড এলাকা থেকে তিনজন যুবক একটি মোটরসাইকেল যোগে সাতক্ষীরার শহরের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিন যুবক ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। তিনি আরও বলেন, পুলিশ নিহত তিন জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এস/জি সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক