সাতক্ষীরায় বিদেশ ফেরত ১১৬০ জন হোম কোয়ারেন্টাইনে: বাইরে রয়েছে ৮১৬৪ জন প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০ | আপডেট: ১১:৪৬:পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ১৯৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৮ দিনে বিদেশ ফেরত সাতক্ষীরার ১১৬০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশানে রয়েছেন এক জন। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১২ জন,কলারোয়া উপজেলায় ৪৫ জন,তালা উপজেলায় ৪৪ জন,কালিগঞ্জ উপজেলায় ৩৮ জন,শ্যামনগর উপজেলায় ৩০ জন,আশাশুনি উপজেলায় ৪ জন ও দেবহাটা উপজেলায় ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তবে, বিদেশ থেকে আগত লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৯ হাজার ৩২৪ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনের বাইরে রয়েছে ৮ হাজার ১ শ’ ৬৪ জন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরায় ইতিমধ্যে যারা ভারত, ইটালী, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। এসব ব্যক্তিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। এ সব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের উপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। তবে, সাতক্ষীরায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী পাওয়া যায়নি। তবে, সাতক্ষীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সকল প্রবাসীদেরকে ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনেহোম কোয়ারেন্টাইন সংবাদটি পড়া হয়েছে ২১৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক