সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২২ | আপডেট: ১:৩৯:অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২২ সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা ব্রাকের সহযোগীতায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা র্কসূচির উদ্যোগে রোববার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় আরও উপস্থিত ছিলেন বেসরকারী সংস্থা ব্রাকের জেলা ব্যবস্থাপক মো: হুমায়ন কবির, সদর উপজেলা এ্যাসোসিয়েট অফিসার, জাহিদা খাতুনসহ জনপ্রতিনিধিরা। সভায় বক্তারা বলেন,বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল , রাস্তাঘাট ও গণপরিবহন কে নারীবান্ধব ও যৌন হয়রানি মুক্ত করতে হবে। স্কুল পড়ুয়া মেয়ারা যেন ঝরে না পড়ে সে জন্য শিক্ষক ও অভিবাকদের স্বচেতন থাকতে হবে । প্রতিটি উইনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে পথ নাটক ও সভা সেমিনার করা প্রয়োজন। সর্বোপরি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৬৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ সাতক্ষীরায় রং মিস্ত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে দূর্বত্তরা