সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশুদিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১ | আপডেট: ১:০৩:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশুদিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৭ মার্চ) সদরের পৌর হরিজন পল্লীতে আমরা বন্ধু এবং বারসিকের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
 
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রবীন চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ, জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক লাইলা পারভিন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রশিদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন, ইন্টান চিকিৎসক ইমরান হোসেন, আমরা বন্ধুর প্রতিষ্টাতা সভাপতি নাহিদ সরদার, সিনিয়র সদস্য গাজী আসাদ, মুসফিকুর রহমান, সাকিবুল হাসান, শাহিন বিল্লাহ, সাইফুল্লাহ, মাহিদা মিজান, হরিজন পল্লীর সরদার চন্দন হেলা প্রমুখ।
 
এ সময় চন্দন পল্লীর সাধারণ সম্পাদক জীবন দাশ বলেন, আমরা অনেক খুশি আমাদের এখানে সবাই এসেছে। এখানে কেউ আসতে চাই না। আমাদের সবাই অবহেলার চোখে দেখে। আমাদের পানি, আমাদের পুকুর, স্বাস্থ্যসহ বিভিন্ন সমস্যা রয়েছে।
 
প্রধান অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, হরিজনরাই আমাদের প্রকৃত মানুষ। হরিজনরা শহরটা পরিচ্ছন্ন করে রাখে। অথচ তারা এখনো পিছিয়ে। তাদের যা যা সমস্যা রয়েছে আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স