সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে এক মাসে ৩৭টি মোবাইল উদ্ধার প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১ | আপডেট: ৩:২৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২১ সাতক্ষীরা পুলিশের বিশেষ অভিযানে এক মাসে ৩৭টি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি হয়ে যাওয়া ৩৭ টি মোবাইল উদ্ধার করে মোবাইল হারিয়ে যাওয়া ব্যাক্তিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যলয়ে পুলিশ সুপার উপস্থিত থেকে সবার হাতে মোবাইল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপর হেড কোয়ার্টার ইকবাল হোসেন প্রমুখ। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আগষ্ট মাসে আমরা ৩৭ টি মোবাইল উদ্ধার করেছি। পুলিশ অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে অত্যান্ত দক্ষতার সাথে প্রযুক্তি ব্যাবহার করে মোবাইল গুলো উদ্ধার করেছে। এ সময় তিনি মোবাইল মালিকদের কাছ থেকে শুনতে চান মোবাইল উদ্ধারে আপনারা কারোর টাকা পয়সা দিয়েছেন কিনা। তখন সবাই এক বাক্য বলে না আমাদের কোন টাকা খরচ হয়নি। উপস্থিত সবাই পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩২৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আরো ১২ জন আক্রান্ত: হাসপাতালে ভর্তি ৪৭ জন