সাতক্ষীরায় নতুন করে ১২ জনসহ করোনা মোট আক্রান্ত ৭৭২ জন প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০ | আপডেট: ৪:১১:অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০ গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো তিন পুলিশ সদস্য ও দুই স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৭৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার(০৬ আগস্ট) বিকালে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৮৪ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৭৭২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৫৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক