সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক দর্জি ব্যবসায়ি নিহত

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২ | আপডেট: ১০:১৪:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হায়দার আলী নামে এক দর্জি ব্যবসায়ি নিহত হয়েছেন। নিহত হায়দার আলী  সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হায়দার দর্জি মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মারা যান হায়দার দর্জি। স্থানীয়রা ট্রাকটি আটকে পুলিশকে খবর দেয় বলে জানান আবু হায়দার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে, ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।

 

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স