সাতক্ষীরায় জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন

প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাতক্ষীরায় আজ শুক্রবার মসজিদের জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। শহরের রাজারবাগান পূর্বপাড়া আল-মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে উক্ত মাস্ক বিতরন করা হয়।

মুসল্লিদের মাঝে এ সময় মাস্ক তিরন করেন, মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোক্তার আলী। সেখানে আরো উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল মালেক মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল খালেক প্রমুখ।
এ সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।
এসজি/ডেক্স