সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম. আর. খানের স্মরনসভা প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ | আপডেট: ২:৪৯:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: জাতীয় অধ্যাপক ডা. এম.আর.খানের স্মরনসভা ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে উক্ত স্মরনসভা ও সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বক্তারা এ সময়, জাতীয় অধ্যাপক ডা. এম. আর. খানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সবাইকে মানবতার সেবায় ব্রত রেখে তার আদর্শ অনুসরনের আহবান জানান। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা জাতীয় অধ্যাপক ডা. এম. আর. খানের স্মরনসভাডা. এম. আর. খান সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক