সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১ | আপডেট: ৮:০৫:অপরাহ্ণ, জুন ২৪, ২০২১ সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৩ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১২২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা জানান, বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজেটিভ রোগী ও বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮৬ জন।এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। এ সজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক