সাতক্ষীরায় একদিনে করোনায় আক্রান্ত ১২: জেলায় মোট ৮০ জন প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ | আপডেট: ৮:৫৩:অপরাহ্ণ, জুন ১৪, ২০২০ সাতক্ষীরা জেলায় একদিনে সবচেয়ে বেশি করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) ১২ জন করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। এ নিয়ে জেলায় ৮০ জন আক্রান্ত হলেন। আক্রান্ত রোগীরা হলেন সাহেরা বিবি, খাদিজা বিবি ও রাজু আহমেদ, রিপন মোড়ল, রমা দাস, অহনা বিশ্বাস, শহিদুল ইসলাম, আব্দুল রউফ, আফরোজা, আহসান কবির, রাজু ও মনিরুজ্জামান। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, আজ রিপোর্টে ১২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এ নিয়ে মোট জেলায় ৮০ জন আক্রান্ত হলেন। করোনা আক্রান্তকরোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি পড়া হয়েছে ৮৩৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক