সাতক্ষীরায় অহেতুক ঘোরাঘুরি করায় ৪৪টি মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ | আপডেট: ১০:৪২:পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৪টি মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনসমাগম কমাতে ও সাধারণ মানুষকে বাড়ির বাইরে বের হতে নিরুৎসাহিত করতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্র জানায়, অকারণে বাইক নিয়ে বাইরে আড্ডা দেওয়া ও ঘোরাফেরা করায় ৪৪টি মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৩টি মামলায় ৬৬০০ টাকা, তালা উপজেলায় ১২টি মামলায় ৬০০০ টাকা, কলারোয়া উপজেলায় ১টি মামলায় ৩০ হাজার টাকা, কালিগঞ্জ উপজেলায় ২টি মামলায় ২৫০০ টাকা, শ্যামনগর উপজেলায় ৪ টি মামলায় ৪০০ টাকা, আশাশুনি উপজেলায় ৩টি মামলায় ২০০০ টাকা ও দেবহাটা উপজেলায় ৯ টি মামলায় ১১৭০০ টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা জেলায় গত কয়েকদিনে সময়ে প্রায় ২ হাজার মানুষ অন্য জেলা থেকে এসেছে। এর মধ্যে নারায়নগঞ্জ থেকে আগত ৮ জনকে দেবহাটা উপজেলায় বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। আশাশুনি উপজেলায় ২৫০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ৫৫০ জনকে বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। শ্যামনগর উপজেলায় প্রায় ১০০০ জন লোক অন্য জেলা থেকে এসেছে। এর মধ্যে ৫০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে, ২০০ জনকে বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। বাকিদেরকে চেকপোস্ট বসিয়ে কোয়ারেন্টাইন নিশ্চিত করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন এক অভিযানে ৭৩ জনকে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসার সময় তিনিটি ট্রাকসহ আটক করে তাদেরকে কালিগঞ্জ এবং শ্যামনগর উপজেলায় হস্তান্তর করেছেন। এসময় ওই ট্রাক চালকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন জানান, শ্যামনগর উপজেলার বহু মানুষ ইটভাটায় কাজ করে। অনেকেই তারা এলাকায় ফিরছেন। এবিষয়ে একটি মিটিং হয়েছে। সেখানে উপজেলার ১২টি ইউনিয়নের প্রাইমারী স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান,সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি করায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৪টি মামলায় ৫৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারপরও অনেকে অসচেতনভাবে ও সরকারি নির্দেশনা না মেনে ঘর থেকে অপ্রয়োজনে বের হচ্ছেন। এজন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৬৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক