সাতক্ষীরায় অস্থায়ী স্মৃতি সৌধ নির্মাণ করে পুষ্পস্থাবক অর্পণ ও গণহত্যা দিবসের আলোচনা প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২ | আপডেট: ৬:৫৬:অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২ সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলায় দীনেশ কর্মকারের বাড়িতে বধ্যভূমি সংরক্ষণ ও গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। শুক্রবার (২৫মার্চ) সকাল সাড়ে ৯টায় নবনির্মিত শহীদ বেদীতে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির পক্ষ থেকে পুষ্পস্থাবক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীরে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন মো: হুসাইন সাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ দাস প্রমুখ। বক্তারা ১৯৭১ এর গণহত্যা দিবসের ৫০ বছর পর হলেও অস্থায়ী স্মৃতিসৌধ নির্মিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন। তবে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর বলেন, সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় চত্বরে শুক্রবার অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো আবেদনটি পেলেই নির্ধারিত নকশা অনুযায়ি দীনেশ কর্মকারের জমির নির্ধারিত বধ্যভূমিতে স্থায়ী স্মৃতিস্থম্ভ নির্মাণ করা হবে। এদিকে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষন ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির পক্ষ থেকে দীনেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমিতে মামবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হবে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৪৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ সাতক্ষীরায় রং মিস্ত্রীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে দূর্বত্তরা