সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে তালার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ | আপডেট: ৫:২৬:অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম। তালা সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশন, দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার তালা প্রতিনিধি সাংবাদিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বুধবার (১১নভেম্বর) আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । উল্লেখ্য, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভর্তি করা হয়। এর আগে তিনি বেশ কিছুদিন যাবৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবত লিভারসহ হৃদরোগের ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতিবেদনা সমবেদনা জানিয়েছেন সুন্দরবনটাইমস.কম পরিবার ও তালা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সংবাদটি ৫৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত