যুব ও তরুণদের উজ্জীবিত রাখতে ইউএনও’র অভিনব উদ্যোগ প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০ | আপডেট: ৮:২২:অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০ খুলনার কয়রা উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি তত্বাবধায়নে “সুস্থ্ দেহে সুন্দর মন, কর্মব্যস্ত সুখী জীবন” প্রতিপাদ্য নিয়ে গড়ে ওঠা কয়রা সাইক্লিং গ্রুপ। সাইক্লিং গ্রুপের আয়োজনে প্রতিদিন ভোর সাড়ে ছয়টা কয়রা মধুুর মোড় হতে যাত্রা শুরু হয়। উল্লেখ্য, কয়রা উপজেলা নির্বাহী অফিসার করোনা প্রতিরোধে ও সুস্থ্য শরীর গঠনে দুই মাস আগে থেকে এলাকার সকল বয়সের ও পেশার কতিপয় ব্যক্তিদের নিয়ে নিয়মিত ২০/৩০ কি.মি বাই সাইকেল চালিয়ে শারিরীক ব্যায়াম করে আসছেন। প্রতিদিন ভোর সাড়ে ৬ টায় এক এক এলাকায় সাইকেল চালিয়ে যাওয়া হয়। ফলে একদিকে যেমন শারিরীক ব্যায়াম হচ্ছে, তেমনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা পরিদর্শন করা হচ্ছে। এছাড়া গ্রুপের অধিকাংশ সদস্য যুবক ও তরুণ হওয়ায় টিম ওয়ার্কের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন। গ্রুপের মাধ্যমে বিভিন্ন সচেতনতামুলক প্রচারনা করা হচ্ছে। যুব ও তরুণ সমাজ মাদকের ছোবল ও ভার্চুয়াল গেমের নেশা থেকে পরিত্রান পাচ্ছে। সর্বোপরি কয়রার যুব ও তরুণ সমাজকে কাজে লাগিয়ে সামাজিক উন্নয়ন কাজের জন্য একটি প্লাটফরম গঠন করা হয়েছে। ইউএনও অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে গঠিত গ্রুপটির নামকরণ করা হয়েছে কয়রা সাইক্লিং গ্রুপ। গ্রুপটির প্রেসিডেন্ট ইউএনও অনিমেষ বিশ্বাস, কো- প্রেসিডেন্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও সেক্রেটারী এম সাইফুল ইসলাম। গ্রুপটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন ষাটোর্ধ বয়সের বিশিষ্ট ম্যারাথন সৈনিক আনোয়ার হোসেন। গ্রুপটির উদ্যোগে প্রতিদিন প্রায় ২০ কি.মি সাইকেল চালানোর পাশাপাশি ইতিমধ্যে ম্যারাথন দৌড়, সাঁতার, ফুটবল খেলা, ধীরে সাইকেল চালানোর প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নারী-শিশু নির্যাতন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে এবং করোনা সচেতনতামূলক র্যালী, আলোচনা সভা, সচেতনতা মূলক প্রচারণাসহ বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগীতা করছে গ্রুপের সদস্যরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জানান, আজকের যুবসমাজ আগামী দিনের নীতিনির্ধারক। বর্তমান যুবসম্প্রদায়কে সঠিকভাবে পরিচালনা করার লক্ষ্যে এবং শারিরীকভাবে সুস্থ্য-সবল রাখার উদ্দেশ্যেই এই সাইক্লিং গ্রুপটি করা হয়েছে। সংবাদটি পড়া হয়েছে ৩৯৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন