ভারত থেকে দেশে ফেরা ১১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২১ | আপডেট: ১১:২৯:অপরাহ্ণ, মে ১৯, ২০২১ ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশী নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তাদের বিশেষ ব্যবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনের রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের সবারই বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন পাসপোর্ট ধারি বাংলাদেশী নাগরিকরে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাব থেকে জানানো হয়েছে তাদের ১১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তিনি আরও জানান, করোনা পজেটিভ সনাক্ত হওয়া ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে । সেখান থেকে রিপোর্ট আসলে তাদের ভেরিয়েন্ট সংক্রমন হয়েছে কি না জানা যাবে। আজ সকালে তাদের শহরের বিভিন্ন হোটেল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়েছে। সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, গত ৫ মে বুধবার সন্ধ্যায় ভারত থেকে প্রত্যাগত বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়েছে। তিনি জেলার সকলকে সাবধান ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরিয়ে আনা পাসপোর্ট যাত্রীদের সাতক্ষীরার শহরের বিভিন্ন হোটেলে রাখার খবরে আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক