ভারতে পাচারকালে ১ কোটি ৪৪ হাজার টাকা মূল্যের ১৯টি স্বর্ণের বার উদ্ধার প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ | আপডেট: ৫:২৩:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারি সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬৭৯ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো চোরাকারবারীকে আটক করছে পারেনি বিজিবি । উদ্ধার হওয়ার সোনার বার গুলোর মুল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪ শত টাকা। সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির আওতাধীন ছয়ঘরিয়া মাঠ এলাকা থেকে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১৯ (বড় ১৪টি ও ছোট ৫টি) স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ২৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন