বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ | আপডেট: ১১:৪৩:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০ কুষ্টিয়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে তালা ডাকবাংলার সামনে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মীর জাকির হোসেন’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান, বীর মুক্তিযোদ্ধা সরদার সুজায়েত আলী, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ পাল এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তালা উপজেলা সভাপতি জাহিদুর রহমান প্রমুখ। অপরদিকে, একইদিন বিকালে অনুরুপ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপজেলার খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজ’র উদ্যোগে এবং ইউনিয়ন আওয়ামীলীগের বাস্তবায়নে শালিখা মোড় বাজারে আয়োজন করা হয়। তালা-কাটিপাড়া সড়কে মানববন্ধন শেষে শালিখা ৪রাস্তা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা আওয়ামীলীগ’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি। আওয়ামীলীগ নেতা প্রভাষক মোতাহার হোসেন বুলবুল’র পরিচালনায় বক্তব্য রাখেন, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, তালা উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি খোরশেদ আলম, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজ, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম লাল্টু, গোলদার আব্দুস সামাদ, কৃষকলীগ’র খেশরা ইউনিয়ন আহবায়ক প্রভাষক এস.আর আওয়াল, যুবলীগ’র ইউনিয়ন আহবায়ক ফারুক হোসেন পিল্টু, যুগ্ম আহবায়ক গোবিন্দ দাশ, ইউপি সদস্য সামছুল আলম, আব্দুল গনী, বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ’র তালা উপজেলা যুগ্ম আহবায়ক মসুুদ আল কবির রাজন, সাবেক সাধারন সম্পাদক আছাদুল্লাহ মিঠু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সরদার সুমন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ’র সাতক্ষীরা জেলা সভাপতি গাজী উজ্জ্বল হোসেন, জাতীয় শ্রমিকলীগ খেশরা ইউনিয়ন সভাপতি আহসান হাবিব, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, চ.বি. ছাত্রলীগ নেতা তুষার রায় ও খেশরা ইউনিয়ন ছাত্রলীগ’র সভাপতি মোস্তফা মনোয়ার তীমুর প্রমুখ। প্রতিবাদ সভা থেকে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরকারী দূর্বৃত্তদের গ্রেফতার এবং শাস্তির দাবী জানানো হয়। সংবাদটি পড়া হয়েছে ৪০২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা