তালায় চাষীদের মাঝে ৮শ ১৩টি ফলজ গাছের চারা বিতরণ প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৯ নিজস্ব প্রতিনিধি, তালা: সাতক্ষীরা তালায় ফলবাগান প্রদর্শনী চাষীদের ও সিআইজির সমিতির মাঝে বিভিন্ন ফলজ জাতীয় গাছের চারা, সাইন বোর্ড ও সার বিতরণ করা হয়েছে। সোমবার(২৯ জুলাই) সকালে তালা উপজেলা কৃর্ষি অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রোগ্রাম-ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় ১৪টি সিআইজির সমিতির মাঝে ৮১৩ টি বিভিন্ন ফলজ জাতীয় বৃক্ষের চারা সার ও সাইনবোর্ড বিতরণ করা হয় কৃষি অফিস থেকে । এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃর্ষিকর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ উপ-সহকারী কৃষিকর্মকর্তাবৃন্দ ও সিআইজর সমিতির নেতৃবৃন্দ। বিভিন্ন ফলের চারার মধ্যে রয়েছে আম, লিচু, মাল্টালেবু, কুল ও পেয়ারা জাতীয় ফলজ। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা তালায় চাষীদের মাঝে ৮শ ১৩টি ফলজ গাছের সার বিতরণফলজ গাছের সার বিতরণ সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা