প্রতিবন্ধিদের নিয়ে চা চক্র করলেন জাতপুর পুলিশ ক্যাম্পের এএসআই জামিনুর ইসলাম

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ | আপডেট: ১০:১৯:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

এম,এ,মান্নান:
জনসাধারণের প্রশাংসায় ভূষিত হলেন তালার জাতপুর পুলিশ ক্যাম্পের এ,এস,আই জামিনুর ইসলাম। বুধবার রাত ১০টায় তালার জাতপুর বাজারের তার কর্মরত এলাকার সকল প্রতিবন্ধিদের সাথে জাতপুর গফুর এর চায়ের দোকানে চা চক্রে মিলিত হন তিনি। এদেখে জনসাধারণ প্রশাংসা করতে থাকে ঐ পুলিশ কর্মকর্তাকে নিয়ে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ ব্যপারে জাতপুর পুলিশ ক্যাম্পের এ এস আই জামিনুর ইসলামের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, আমাদের দেশে অনেক প্রতিবন্ধি রয়েছে, কিন্তু আমরা সাধারণ যারা ভাল মানুষ তাদের নিয়ে বিভিন্ন দোকনে চা চক্রে মিলিত হই। তবে প্রতিবন্ধিরা কখনও এ আনন্দ ঘন অনুষ্ঠানে মিলিত হতে পারেন না ।

সে কারনে আমার ইচ্ছা আমি যত দিন এ ক্যাম্পে রয়েছি ততদিন সকল প্রতিবন্ধিদের সঙ্গে নিয়ে তাদের আপ্যায়ন করার চেষ্টা করব এবং আনন্দ দানে সচেষ্ট থাকবো । আমিও চাই দেশের আমাদের মত যারা রয়েছে তারাও প্রত্যেকটি মানুষ এলাকায় প্রতিবন্ধিদের নিয়ে আনন্দঘন মূহুর্ত পার করুক। তারা এ সমাজের বোঝা নয়,তাদের কে নিয়ে আমাদের বিভিন্নূ অনুষ্টানে অংশগ্রহন করতে হবে। তাদের এই সমাজে ভালভাবে বেচে থাকার অধিকার রয়েছে।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/তালা/সাতক্ষীরা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক