পাটকেলঘাটা আল আমিন মাদ্রাসার শিক্ষক মাও: আব্দুর রশিদ আর নেই প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ | আপডেট: ১১:৫৪:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ ডেক্স রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রশিদ ইহকাল ত্যাগ করেছেন। ৩ অক্টোবর রাত ৩ টার দিকে অসুস্থতা জনিত কারণে নিজস্ব বাসভবন থানা সদরের পশ্চিমপাড়া গ্রামে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার আসর নামাজের পর পাটকেলঘাটা ঐতিহাসিক ফুটবল ময়দানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযায় দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য আলেম উলামাসহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মরহুমের পুত্র অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম জানাযা নামাজের ইমামতি করেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। সুন্দরবনটাইমস.কম/মো: আমিনুর রহমান সোহাগ/পাটকেলঘাটা/সাতক্ষীরা পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসা সংবাদটি ৩১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাসে ভালো লোকের শাসন প্রয়োজন