পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫ | আপডেট: ৫:০৭:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫ পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ৪০বছর পূর্তি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাদ্রাসার সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে বুধবার(২ এপ্রিল) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম মাওলানা মমতাজ উদ্দিন। পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন আহবায়ক ও অনুষ্ঠানের সভাপতি জি এম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাদ্রাসার সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বিশিষ্ঠ আলেমেদ্বীন জনাব মুহাদ্দীস আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, শহর জামায়াতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডা: আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ। অনুষ্ঠান বক্তারা বলেন সৎ, যোগ্য খোদাভীরু দেশ প্রেমিক নেতৃত্ব তৈরির উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যতিক্রম ধর্মী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। যার মূল উদ্যোক্তা ছিলেন সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ মরহুম আলহাজ্ব কাজী শামসুর রহমান। আজ ৪০ বছর অতিক্রান্ত হয়েছে। পরিপূর্ণ ভাবে না হলেও বেশ কিছু ছাত্র-ছাত্রীরা দেশের বিভিন্ন প্রান্তে তারা অগ্রণী ভূমিকা রাখছেন। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুল কুদ্দুস। সাবেক ছাত্রদের মধ্যে, অধ্যক্ষ আবদুল হালিম, ডাঃ হাসান মামুনুর রহমান, আব্দুল জলিল, মিসবাহুল হক শাওন, খুরশিদ আলম ও শাহ আলম, মাদ্রাসার সাবেক ছাত্র বর্তমান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এমবিবিএস এর চতুর্থ বর্ষের ছাত্র গোলাম আযম। মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল কুদ্দুস বক্তব্যে বলেন, ৪০বছর পুর্তি ও পুনর্মিলনী উৎসবে উক্ত মাদ্রাসার প্রাক্তন ছাত্র -ছাত্রী, শিক্ষক-অভিভাবক ও আমন্ত্রিত অতিথিসহ সকলের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়। উক্ত অনুষ্ঠান শেষে জি এম হাফিজুর রহমানকে আহবায়ক, মাওলানা আব্দুল হালিম ও ইয়াসিন আলী সরদার কে যুগ্ন-আহবায়ক, সদস্য সচিব নাসির উদ্দিন খান ও যুগ্ন সদস্য সচিব এস এম জাকির হোসাইন এবং আব্দুল্লাহ ফয়সাল সহ ৪৫ সদস্য বিশিষ্ট পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশন কমিটি গঠন করা। সংবাদটি ৪২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার