পাটকেলঘাটায় র্যাবের অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২ | আপডেট: ৪:৩৩:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন সহ ভেজাল খাদ্য বিক্রির দায়ে সাতক্ষীরার পাটকেলঘাটায় র্যাবের অভিযানে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার(২৫ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা ভোক্তা অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন ও সাতক্ষীরা র্যাব-৬ এর ভ্রাম্যমান আদালতে এ জরিমানা প্রদান করা হয় । এ সময় পাটকেলঘাটার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ৭৫ হাজার টাকা, মান্নান হোটলকে ৫০ হাজার টাকা, পলাশ হোটেলকে ২০ হাজার টাকা এবং শহরের গোপিনাথপুর এলাকার সুজন ফুট প্রডাক্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার ইশতিয়াক হোসেন বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেছেন। কিশোর কুমার/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু