পাটকেলঘাটায় পরকীয়ার জের ধরে স্বামীকে শ্বাসরোঁধ করে হত্যার অভিযোগ, স্ত্রীসহ আটক-৩ প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ | আপডেট: ৫:০৯:অপরাহ্ণ, মার্চ ২, ২০২২ সাতক্ষীরার পাটকেলঘাটায় পরকীয়ার জের ধরে স্বামী গোলাম মোড়ল (৪০) কে শ্বাসরোঁধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে (২ র্মাচ) বুধবার ভোর রাতের কোনো এক সময়ে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, নগরঘাটা গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে। এঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী, স্ত্রীর প্রেমিক ও ছেলেকে আটক করেছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন, স্ত্রী রেহেনা খাতুন(৩৫), ছেলে সাগর হোসেন (১৮) ও যশোরের বেনাপোলের গোলাম রাব্বি (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোলাম মোড়ল ও রেহেনা খাতুন দম্পত্তির ২ ছেলে সাগর হোসেন (১৮) ও সাব্বির হোসেন (১৫)। আত্মীয়তার সম্পর্ক ধরে যশোরের বেনাপোলের বাসিন্দা গোলাম রাব্বির (৩০) সাথে রেহেনা খাতুনের পরকীয়া সম্পর্কের গুঞ্জন রয়েছে। বুধবার রাতে গোলাম রসুলদের বাড়িতে আত্মীয়তার সুবাদে গোলাম রাব্বি ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয়রা ধারণা করছেন, গোলাম মোড়লের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোঁধ করে হত্যা করা হয়েছে। রেহেনা খাতুনের সাথে পরকীয়া সম্পর্কের জের ধরে গোলাম মোড়লকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় জানান, খবর পেয়ে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে পৌছে গোলাম রসুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের পরে মারা যাওয়ার কারণ জানা যাবে। তবে সুরতহাল রিপোর্টে গলায় মোটা দড়ি পেচানো দাগ রয়েছে। এঘটনায় থানায় পাটকেলঘাটা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৯৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু