পাটকেলঘাটায় জেলা পরিষদের পক্ষ থেকে ভ্যান চালকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় জেলা পরিষদের পক্ষ থেকে দারিদ্র ভ্যান চালকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০জুন) সকালে কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে জেলা পরিষদে সদস্য, তালা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি কাজী নজরুল ইসলাম (হিল্লোল) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহীদ মোর্শেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরুলিয়া যুবগলী সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম জেলা পরিষদের প্রসাশনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষক টিশান কুমার দাশ প্রমূথ। এসময় ২৭৩ জন ভ্যান চালকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু