পাটকেলঘাটায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ শিক্ষক মোবারক আলী

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

সাতক্ষীরার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোবারক আলীর নামাজের জানাজা শনিবার(২৬ ডিসেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা সদরের পদ্মারানীর মাঠে অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষক, সুধীজন ও মরহুমের হাতেগড়া অসংখ্য ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

 

এরপর সকাল ১১টায় গ্রামের বাড়ি ছোট কাশিপুর মরহুমের দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

উল্লেখ্য, শুক্রবার(২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় নিজ বাসভবন থানার পারকুমিরা গ্রামে ষ্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক পুত্র, আত্বীয়-স্বজন সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

 

তিনি ১৯৭৬ সালে পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে চাকুরি পেশা শুরু করেন ও ২০০২ সালে অবসর গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স