পাটকেলঘাটায় এক মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা প্রদান প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মে ১০, ২০২০ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, মে ১০, ২০২০ মদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পাটকেলঘাটা থানা পুলিশের। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন যাবত মাদকের সঙ্গে যুক্ত থাকায় থানার জুজখোলা গ্রামের আশরাফুল মোড়ল(৩০) কে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে রবিবার (১০ মে) ওভারব্রীজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী জরিমানা ১০ হাজার টাকা নগদ পরিশোধ করে। সাজা পরোয়ানা মূলে আটক মাদক ব্যবসায়ী আশরাফুল মোড়লকে তিন মাসের জন্য জেল হাজতে প্রেরণ করা হয়। তালার এসিল্যান্ডপাটকেলঘাটা থানা পুলিশভ্রাম্যমাণ আদালত সংবাদটি পড়া হয়েছে ১২২৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু