পাটকেলঘাটায় একই রাতে দুটি বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ | আপডেট: ৬:৫১:অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সৈয়দপুরে একই রাতে দুটি বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় সংঘবন্ধ ডাকাত চক্র নগদ টাকা, স্বর্ণালংকারসহ সাড়ে ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে থানার সরুলিয়া সৈয়দপুর গ্রামের মৃত অজিত ঘোষের পুত্র শিক্ষক অমর ঘোষের বাড়ীর বাইরের গ্রীলের ও ভিতরের ক্লবসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ১৪-১৫ জনের একটি সংঘবন্ধ ডাকাতদল প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ সময় ঘরে থাকা ১০ভরি স্বর্ণালংকার, ৪ হাজার নগদ টাকা নিয়ে যায়। পরে পাশের বাড়ী হারান চন্দ্র ঘোষের পুত্র নির্মল ঘোষের বাড়ীতে একইভাবে প্রবেশ করে সদস্যদের জিম্মি করে ২ ভরি স্বর্ণ ও ১৫ হাজার নগদ টাকা নিয়ে চলে যায়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স পাটকেলঘাটায় দূর্ধর্ষ ডাকাতি সংবাদটি ৩৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত